শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

লেবানন জুড়ে সিরিজ পেজার বিস্ফোরনে ৯জন নিহত; ইরানের রাষ্ট্রদূতসহ আহত তিন শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৫৬

আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৫৮

শেয়ার

লেবানন জুড়ে সিরিজ পেজার বিস্ফোরনে ৯জন নিহত; ইরানের রাষ্ট্রদূতসহ আহত তিন শতাধিক
ছবিঃ বিবিসি’র সৌজন্যে

লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর ব্যবহৃত হাজারো পেজার বিস্ফোরণে অন্তত ৯জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক। এই বিস্ফোরণগুলো হিজবুল্লাহর যোগাযোগে ব্যবহৃত পেজারগুলোর মাধ্যমে ঘটেছে। 

 সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহর আনা সর্বশেষ মডেলের পেজারগুলোই বিস্ফোরিত হয়েছে। লেবাননের স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর্যন্ত এই বিস্ফোরণ অব্যাহত ছিল। তবে কীভাবে এসব পেজার বিস্ফোরিত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৈরুতসহ দেশের বিভিন্ন স্থানে ওয়্যারলেস যোগাযোগ ডিভাইস বিস্ফোরিত হয়েছে, যার ফলে অনেক আহত হয়েছে।  এই ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ি করছে লেবানন। তবে এই বিস্ফোরণগুলোর বিষয়ে কোনও মন্তব্য করেনি তেলআবিব।

তেহরান জানিয়েছে, লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানি বিস্ফোরণে আহত হয়েছেন।