শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

কাশ্মিরে বিধানসভা ভোট আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৪

আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৫

শেয়ার

কাশ্মিরে বিধানসভা ভোট আজ
কঠোর নিরাপত্তায় ভোট হচ্ছে জম্মু ও কাশ্মিরে। ছবি: সংগৃহীত

দীর্ঘ এক দশক পর আজ ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে রাজ্যসভা বা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার জানিয়েছে, প্রথম দফার নির্বাচনে কাশ্মিরের ১৬টি এবং জম্মুর আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে।

এনডিটিভি জানায়, জম্মু ও কাশ্মিরে ৯০টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ২৪টিতে আসনে ভোট হচ্ছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ সবমিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন।

এক দশক পরে জম্মু ও কাশ্মিরে আবারও বিধানসভা ভোট হচ্ছে। তবে, ২০১৪ সালের মতো পূর্ণ রাজ্য হিসেবে নয়, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এবারই প্রথম ভোট দিচ্ছে কাশ্মিরিরা।

বিজেপি ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মির।