বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৫

শেয়ার

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব
যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ ছাড়াও গাজায় চলমান বর্বরতার জন্য ইসরাইলের কঠোর নিন্দা করেছেন তিনি।

বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ সময় যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

গাজা যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছিলো সৌদি আরব।

অন্যদিকে, বুধবার জাতিসংঘের সাধারণ সম্মেলনে ১২ মাসের মধ্যে ফিলিস্তিন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তাব উত্থাপন করা হয়েছে এবং সদস্য দেশগুলোর মধ্যে ১২৪টি পক্ষে ভোট পড়েছে।

জাতিসংঘে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ইসরাইলিদের অবস্থানকে অবৈধ বলে আখ্যা দেয়া হয়েছে। একইসঙ্গে, বিভিন্ন দেশকে ইসরাইলের পণ্য কেনা এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আপাতত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।