বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ নিহত ২৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৭

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৭

শেয়ার

গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ নিহত ২৮
ইসরায়েলের হামলায় হতাহতের উদ্ধারে অভিযান চলছে। ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় অব্যাহত দখলদার ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার সিভিল ডিফেন্সের বরাতে আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এরমধ্যে গাজা শহরে দুটি ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলি ড্রোন হামলার পর তাদের দল দুজনের লাশ উদ্ধার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দক্ষিণ গাজা শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় এক নারী এবং দুই মেয়ে শহীদ হয়েছেন’।

সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শহরে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলায় আরও সাত ফিলিস্তিনি নিহত এবং অন্যরা আহত হয়েছেন।

এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১ হাজার ৩০০ জনে পৌঁছেছে।

সিভিল ডিফেন্সের বিবৃতিতে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ও আহত ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

 

banner close
banner close