যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে লেচার কাউন্টির আদালত ভবনে বিচারক কেভিন মুলিনসকে গুলি করে হত্যা করেছেন কাউন্টি শেরিফ শন স্টাইনস।
শেরিফ শন স্টাইনসকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার বিচারকের সঙ্গে আদালতের মধ্যেই তর্কাতর্কির এক পর্যায়ে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে এর পেছনে কোনও নির্দিষ্ট কারণ রয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে লেচার কাউন্টি কোর্টহাউসে একাধিকবার গুলি করার পরে জেলা বিচারক কেভিন মুলিনস ঘটনাস্থলেই মারা যান। শেরিফ স্টাইনস আদালতের কর্মচারীদের বলেন, তিনি বিচারক মুলিনসের সঙ্গে একা কথা বলতে চান। এরপর বিচারকের চেম্বারে প্রবেশ করার পর গুলি চালান তিনি।
আরও পড়ুন: