শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে ‘ফার্স্ট ইন পারসন’ ভোট শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৫৪

শেয়ার

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে ‘ফার্স্ট ইন পারসন’ ভোট শুরু
ভার্জিনিয়ার কয়েকজন সাইটে ব্যক্তিগত ভোট দিচ্ছেন। ছবি: সংগৃহীত

রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি ভোট গ্রহণের ছয় সপ্তাহ আগে ‘ফার্স্ট ইন পারসন’ ভোট নেয়া শুরু হয়েছে।

দেশটির প্রথম স্টেইট হিসেবে ভার্জিনিয়ায় স্থানীয় সময় শুক্রবার ব্যক্তিগতভাবে ভোট গ্রহণের অনুমতি দেয়া হয় বলে জানিয়েছে বিবিসি, যা ২ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভার্জিনিয়ায় প্রেসিডেন্ট, স্টেইট এবং স্থানীয় স্তরে ভোটারদের ভোট দেয়ার সময় বেশ কিছু লম্বা লাইন দেখা গেছে।

মিনেসোটা এবং সাউথ ডাকোটাতেও ই-মেইলের মাধ্যমে নির্বাচনের আগে ব্যক্তিগতভাবে ভোট দেয়ার নিয়ম রয়েছে।

মিনেসোটার একজন ভোটার জেসন মিলার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, ‘কেন প্রথম হওয়ার চেষ্টা করবেন না? এটা এক ধরনের মজা, তাই না?’

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির নির্বাচনি ডেটা সায়েন্স ল্যাবে পাওয়া তথ্য অনুসারে, ২০২০ সালের নির্বাচনের সময় দেয়া প্রায় ৬৯ শতাংশ ভোট প্রাথমিকভাবে ব্যক্তিগত ভোটদানের মাধ্যমে বা মেইল-ইন ব্যালটের মাধ্যমে করা হয়েছিল।

ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে সারিতে থাকা কয়েকজন বিবিসিকে বলেছেন, তারা মনে করেন আগেভাগে ভোট দেয়া তাদের নাগরিক কর্তব্য।