রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

মার্ক্সবাদী দিসানায়েক হতে পারেন শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৩

শেয়ার

মার্ক্সবাদী দিসানায়েক হতে পারেন শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট
অনুরা কুমার দিসানায়েক। ছবি: সংগৃহীত

মার্ক্সবাদী হিসেবে পরিচিত ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমার দিসানায়েক শ্রীলঙ্কার নবম রাষ্ট্রপতি হওয়ার পথে এগিয়ে রয়েছেন। গতকাল ভোট গ্রহণের পর রোববার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের মধ্যে দিসানায়েক পেয়েছেন প্রায় ৫৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন ২২ শতাংশ। আর বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ১৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

দেশটির নির্বাচন কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ১ কোটি ৭০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৭৫ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০১৯ সালে দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৮৩ দশমিক ৭২ শতাংশ।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনের নতুন আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর বেশি ভোট পেলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে, সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) নির্বাচন অনুষ্ঠিত হবে।