শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় বন্দুক হামলায় নিহত ৪; আহত ১৮জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৪১

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৩৬

শেয়ার

যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় বন্দুক হামলায় নিহত ৪; আহত ১৮জন
ছবি: এনবিসি’র সৌজন্যে

মার্কিন যুক্তরাষ্ট্রের  অ্যালাবামায় বন্দুক হামলায় অন্তত চারজন নিহত ও আহত হয়েছেন আরো ১৮জন। স্টেইটের বার্মিংহাম সিটিতে স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে বন্দুক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। 

বার্মিংহাম পুলিশ  জানিয়েছে- শহরের অন্যতম জনপ্রিয় বিনোদন এলাকা হিসেবে পরিচিত ফাইভ পয়েন্ট দক্ষিণ এলাকার একটি রাস্তায় পথচারীদের ওপর বন্দুক হামলা হয়েছে। 

কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড বলেছেন, শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকার ম্যাগনোলিয়া অ্যাভিনিউতে ‘একাধিক বন্দুকধারী হঠাৎ এসে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে।’

এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানিয়ে পুলিশ বলছে, হামলাকারীদের ধরতে অভিযান চলছে। 

হামলায় আতঙ্কিত স্থানীয়রা বলছেন, বন্দুক সহিংসতা বেড়ে যাওয়ায়, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় যুক্তরাষ্ট্র জুড়ে বেড়েছে বন্দুক হামলা।