বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

লেবাননজুড়ে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল; পাঁচ শতাধিক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:২২

শেয়ার


লেবাননজুড়ে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল; পাঁচ শতাধিক নিহত
ছবিঃ সংগৃহীত

লেবাননে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ৫ শতাধিক মানুষ নিহত হয়। ‍নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে। আহত হয়েছেন আরো কয়েক হাজার।  

সোমবার হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা শুরু করে আইডিএফ। এতে লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছেড়ে অনত্র আশ্রয় নেয়।

কয়েক দিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলের হামলার  জবাবে দেশটির উত্তরাঞ্চলে রকেট ছুড়েছে হিজবুল্লাহ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্য এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য না করে নির্বিচারে হামলা চালাচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের নাগরিকদের ঘড়বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এই হামলা চালানো হয়।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্যাপক বাস্তুচ্যুতির মধ্যে বৈরুত, ত্রিপোলি এবং পূর্ব ও দক্ষিণ লেবাননের স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্রে পরিণত করা হচ্ছে।

এই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্ব নেতারা।

banner close
banner close