শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

কামালা হ্যারিসের নির্বাচনি অফিস লক্ষ্য করে বন্দুক হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫০

আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:২৮

শেয়ার

কামালা হ্যারিসের নির্বাচনি অফিস লক্ষ্য করে বন্দুক হামলা
কামালা হ্যারিসের অফিসের অফিসের জানালা ও দরজায় অন্তত পাঁচটি গুলির ছিদ্র দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিসের আরিজোনা স্টেটের নির্বাচনি প্রচারণা অফিসে সোমবার ভোরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। হামলার পর ডেমোক্র্যাটিক কর্মীদের কাছ থেকে ফোনকলের মাধ্যমে বিষয়টি দ্রুত টেম্পে শহরের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অফিসের জানালা ও দরজায় অন্তত পাঁচটি গুলির ছিদ্র পাওয়া গেছে।

এবিসি নিউজ জানিয়েছে, অফিসটি স্থানীয় ডেমোক্র্যাটিক পার্টিও ব্যবহার করে এবং এটি এক সপ্তাহের মধ্যে কামালার নির্বাচনি অফিস লক্ষ্য করে দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা।

টেম্পে পুলিশের মুখপাত্র সার্জেন্ট রায়ান কুক এবিসি নিউজকে বলেন, ‘রাতের বেলা কেউ অফিসে ছিলেন না, তবে এটি ওই ভবনে যারা কাজ করে তাদের পাশাপাশি আশেপাশের লোকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।’

টেম্পে পুলিশ জানিয়েছে, তারা প্রমাণ বিশ্লেষণ করছে এবং গুলির ঘটনার পর ওই এলাকার কর্মী ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অতিরিক্ত ব্যবস্থা’ নিচ্ছে।

গুলি চালানোর উদ্দেশ্য এখনও নিশ্চিত করা যায়নি এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে ১৬ সেপ্টেম্বর একই অফিসে বন্দুক হামলা করা হয়েছিল।

আরিজোনা ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান ইয়োলান্ডা বেজারানো এক বিবৃতিতে ভাঙচুরের নিন্দা জানিয়েছেন।

রাজনৈতিক সহিংসতার হুমকি বেড়ে যাওয়ায় দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

আগামী শুক্রবার আরিজোনা সফরে যাওয়ার কথা রয়েছে হ্যারিসের।