বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ২০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০৩

শেয়ার

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ২০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তরপশ্চিমে কুররামে শিয়া ও সুন্নি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং আরও প্রায় ৭৫ জন আহত হয়েছে। আফগান সীমান্তের কাছে কুররাম জেলায় একটা জমি নিয়ে পাঁচ দিন আগে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত। এরপর সেই বিরোধ বড় আকার ধারণ করেছে।

কুররামের এক উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার বলেছেন, প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ও অন্যান্য জনগোষ্ঠীর লোকজন এ সংঘর্ষ বন্ধের অনেক চেষ্টা করেছে। কিন্তু এতে কোনও লাভ হয়নি। খবর ডয়চে ভেলে’র।

আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সইফ আলী জানিয়েছেন, উত্তেজনা কম করার জন্য প্রশাসন উভয় জনগোষ্ঠীর প্রবীণ নেতাদের সাহায্য নিচ্ছে। দুই পক্ষই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক বছরগুলিতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। জুলাইতেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। তখনও সংঘর্ষে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে।

পাকিস্তান সুন্নি অধ্যুষিত দেশ। সেখানকার মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ হলেন শিয়া মুসলিম। তাদের মাঝেমধ্যেই সহিংসতা ও বিভেদের শিকার হতে হয় বলে অভিযোগ শিয়া সম্প্রদায়ের মানুষজনের। 

banner close
banner close