শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনি ধসে নিহত ১১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫২

শেয়ার


ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনি ধসে নিহত ১১
হতাহতদের উদ্ধারে কাজ করছে কর্মীরা। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের সুমাত্রা দ্বীপে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১১ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জন। 

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি জানান, বৃহস্পতিবার পশ্চিম সুমাত্রা প্রদেশের প্রত্যন্ত সোলোক জেলায় গ্রামবাসীরা একটি স্বর্ণের খনিতে খনন করছিলেন, এসময় সেখানে ভূমিধসের ঘটনা ঘটে। মূলত ভারী বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে।   

সাউথ চাইনা মর্নিং পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন এবং ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিলো, ভূমিধসের ঘটনায় মোট ১৫ জন নিহত এবং ২৫ জন নিখোঁজ রয়েছেন। তবে শনিবার হালনাগাদ তথ্যে বলা হয়, ১৫ নয়, ১১ জন নিহত হয়েছেন এবং নিখোঁজদের উদ্ধার করা হয়েছে। 

সোলোক জেলা দুর্যোগ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, যে খনিটিতে ভূমিধসের ঘটনা ঘটেছে সেটি "অবৈধ" ছিলো।

ছোট এবং অবৈধ খনির কারণে প্রায়শই ইন্দোনেশিয়ায় নানা ধরনের দুর্ঘটনা ঘটে। খনিজ সম্পদে ভরপুর অঞ্চলটির কর্তৃপক্ষের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই এসব নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।