বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

শনিবারের হামলায় হিজবুল্লাহর আরেক সিনিয়র নেতা নিহতের দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০৪

শেয়ার

শনিবারের হামলায় হিজবুল্লাহর আরেক সিনিয়র নেতা নিহতের দাবি ইসরায়েলের
নাবিল কাওক। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে তারা শনিবার লেবাননে পরিচালিত বিমান হামলার মাধ্যমে হিজবুল্লাহর একজন সিনিয়র কর্মকর্তাকে হত্যা করেছে।

আইডিএফের এক বিবৃতির বরাতে বিবিসি জানায়, নাবিল কাওক নামের ওই হিজবুল্লাহ নেতা প্রতিরোধমূলক নিরাপত্তা পরিষদের প্রধান এবং গোষ্ঠীটির কেন্দ্রীয় কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। 

হিজবুল্লাহ অবশ্য এখন পর্যন্ত কাওকের মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আইডিএফ কাওককে হিজবুল্লাহর শীর্ষ নেতার ঘনিষ্ঠ বলে বর্ণনা করেছে এবং বলেছে যে সে সরাসরিভাবে ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী চক্রান্ত প্রচারে জড়িত ছিল।

banner close
banner close