বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

নেপালে ভারি বন্যায় নিহত অন্তত ১০১, নিখোঁজ ৬৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:১৮

শেয়ার

নেপালে ভারি বন্যায় নিহত অন্তত ১০১, নিখোঁজ ৬৪
নেপালে বন্যার্তদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুর নিচু এলাকাগুলো রোববার প্রচন্ড মৌসুমী বৃষ্টির পর বন্যার জলে প্লাবিত হয়ে কমপক্ষে ১০১ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার থেকে নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলের বিশাল অংশ প্লাবিত হলে বেশ কটি নদীতে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের মহাসড়কের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।

পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি এএফপিকে বলেন, ‘মৃতের সংখ্যা ১০১ এ পৌঁছেছে এবং ৬৪ জন নিখোঁজ রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা বৃদ্ধির আশংকা করা হচ্ছে।’

দেশটির আবহাওয়া ব্যুরো কাঠমান্ডু পোস্ট পত্রিকাকে জানিয়েছে, কাঠমান্ডু উপত্যকায় শনিবার সকাল থেকে ২৪ ঘন্টার মধ্যে ২৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালের পর এটি ছিল রাজধানীতে রেকর্ডকৃত সর্বোচ্চ বৃষ্টিপাত।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়া জুড়ে প্রবল বর্ষণ এবং সেই সঙ্গে বন্যা ও ভূমিধস হয়ে থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে জলবায়ু পরিবর্তন এ সব দুর্যোগের ফ্রিকোয়েন্সি ও তীব্রতা বাড়িয়ে দিয়েছে। খবর বাসস।

banner close
banner close