বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ইসরায়েলের হামলা লেবাননে নিহত আরও ১০৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:২২

শেয়ার

ইসরায়েলের হামলা লেবাননে নিহত আরও ১০৫
ইসরায়েলের বোমা হামলার পর বৈরুতের দক্ষিণের আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও লেবাননে থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। রোববার দিনভর বিমান হামলায় অন্তত ১০৫ জন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দিনভর লেবাননজুড়ে বিমান হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয় একের পর এক আবাসিক ভবন। হামলায় এদিন শতাধিক মানুষ নিহত হন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
 
এদিকে, লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর পাশাপাশি ইরানের আইআরজিসির কুদস ফোর্স শাখার এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এই হত্যার কঠিন জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি।
 
এর মধ্যেই নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নিতে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি। আর তাই ইরান সমর্থিত বাহিনীগুলোর যেকোনো হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি।
 
banner close
banner close