শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বিনা জবাবে ইসরায়েলকে ছাড় দিবে না ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪ ১৩:৪৯

শেয়ার

বিনা জবাবে ইসরায়েলকে ছাড় দিবে না ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। ছবি: সংগৃহীত

ইসরায়েল বিনা জবাবে কোনো অপরাধ থেকে পার পাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

স্থানীয় সময় সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলকে তার বহুবিধ অপরাধের জন্য শাস্তি দেয়া হবে।

পার্সটুডের খবরে বলা হয়েছে, লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ ইরান কীভাবে নেবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইরান রাজনৈতিক ও আইনি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি যথোপযুক্ত ও সিদ্ধান্ত গ্রহণকারী পদক্ষেপ নেবে।

বিশ্বের মুসলিম দেশগুলো ইচ্ছে করলে ইসরায়েলকে শাস্তি দিতে পারে উল্লেখ করে কানয়ানি বলেন, ফিলিস্তিনি জনগণ ইসরায়েল শাস্তি দেয়ার জন্য বারবার মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে। কিন্তু মুসলিম বিশ্বের কাছ থেকে তারা কোনো সাড়া পাচ্ছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক তৎপরতার কারণে ওই পরিষদ এখন পর্যন্ত ইসরায়েলের অপরাধযজ্ঞ বন্ধ করার কোনো পদক্ষেপ নিতে পারেনি।

নাসের কানয়ানি বলেন, গাজার পাশাপাশি লেবানন, সিরিয়া ও ইয়েমেনে ইসরায়েল বাহিনীর হামলা প্রমাণ করে ইহুদিবাদীরা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে যুদ্ধ সীমাবদ্ধ রাখতে চায় না। আর এ অবস্থায় যুক্তরাষ্ট্র সরকার মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।