শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান; বেশ কয়েকজন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪ ২৩:০৪

আপডেট: ২ অক্টোবর, ২০২৪ ০০:২০

শেয়ার

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান; বেশ কয়েকজন আহত
ছবি: বিবিসি

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক আহত হয়েছে। এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা

ইসরায়েলজুড়ে সাইরেন বাজছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বার্তায় দেশের নাগরকিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে।

এর আগে লেবানন, প্যালেস্টাইনসহ মধ্যপ্রাচ্যের চারটি দেশে একযোগে হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় বহু হতাহত হয়।
এসব হামলার জেরে তেলআবিবে হামলা চালালো তেহরান। এতে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।