শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা উদযাপন করেছে তেহরান  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ ১৫:৪১

আপডেট: ২ অক্টোবর, ২০২৪ ১৫:৪১

শেয়ার

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা উদযাপন করেছে তেহরান  
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা উদযাপন।ছবি:সংগৃহীত

মঙ্গলবার রাতে ইসরায়েলে প্রায় দুই’শো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলের বিমান ও রাডার ঘাটি সহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তেহরান। হামলায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড আইআরজিসি। 

ইরানের এই হামলায় মধ্যপ্রাচ্য আরও বেশি অশান্ত হবে বলে আশঙ্কা জানিয়েছে বিশ্ব নেতারা। এসব আশঙ্কা পেছনে ফেলে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা উদযাপন করতে রাস্তায় নেমে আসে লেবানন, ফিলিস্তিন ও ইরানের হাজার হাজার মানুষ। অ্যামেরিকা  ও ইসরায়েলের বিরুদ্ধে  বিভিন্ন স্লোগানে আনন্দ ভাগাভাগি করে নেয় গাযা, বৈরুত ও তেহরানের মানুষ। 

তেহরানের রাস্তায় ইরানের পতাকা ও  হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ’র ছবি হাতে আনন্দ মিছিলে যোগ দেয় সাধারণ মানুষ। এসময় ইসরায়েলে হামলা করায় ইরানি নাগরিক হিসেবে নিজেদেরকে গর্বীত মনে করেন তারা। 

তেল-আবিবে ইরানের ব্যালিস্টিক মিসাইল আঘাত হানার পরে, সাধারণ মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক এক্স বার্তায় জানান, জয় আল্লাহ’র কাছ থেকে আসে, সেটি খুবই সন্নিকটে।

ইরানের মিসাইল হামলায় লেবাননের রাজধানী বৈরুতে ও যুদ্ধ বিধ্বস্ত গাযার মানুষও আনন্দ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে। এসময়, ইসরায়েলের ভুখন্ডে ইরানের ক্ষেপাণাস্ত্র হামলাকে তারা স্বাগত জানিয়ে বলেন, এই হামলা নজীরবিহিন। আনন্দ ভাগাভগি করে নিতে রাস্তায় সমবেত হয়েছেন বলেও জানান তারা।   

banner close
banner close