শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি যুদ্ধে ৮ ইসরায়েলি সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ ২৩:৩৯

শেয়ার

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি যুদ্ধে ৮ ইসরায়েলি সেনা নিহত
ছবি: সংগৃহীত

লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ৮ সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে। গত মঙ্গলবার থেকে, লেবাননে মুখোমুখি লড়াই করছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও আইডিএফ। 

এই ঘটনায় আরও একজন অফিসার ও চার সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহতরা হলেন- ইগোজ কমান্ডো ইউনিটের টিম কমান্ডার ক্যাপ্টেন হারেল ইটিংগার (২৩), ইয়াহলোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের ক্যাপ্টেন ইতাই এরিয়েল গিয়াট (২৩), ইগোজ কমান্ডো ইউনিটের প্রথম শ্রেণীর সার্জেন্ট নোয়াম বারজিলে (২২),  অর মন্তজুর (২১) ও নাজার ইতকিন (২১)। এছাড়া গোলানি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটের স্টাফ সার্জেন্ট আলমকেন টেরেফ (২১) ও ইডো ব্রয়ার (২১) নিহত হয়েছেন।

রয়টার্স ও এনবিসির খবরে বলা হয়, হিজবুল্লার মুখপাত্র মোহাম্মদ আফিফ সাংবাদিকদের বলেন, ‘শত্রুদের মোকাবিলা ও প্রতিহত করতে আমাদের বাহিনী ও যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত।’ 

আফিফ আরও বলেন, আইডিএফকে মোকাবিলা করতে তাদের সশস্ত্র সংগঠনটির হাতে পর্যাপ্ত অস্ত্র আছে।’