ইসরায়েলি বাহিনী লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন লেবানিজ, আহত দেড়শতাধিক।
বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার নতুন করে দেশটির অন্তত ২০টি শহর খালি করার নির্দেশ দেয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা করা হচ্ছে, আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের।
সোমবার লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। একদিন পরই দেশটিতে স্থল অভিযানে নামে সেনারা। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র প্রতিরোধে স্থল অভিযানে খুব একটা সুবিধা করতে না পেরে বৃহস্পতিবার তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু প্রশাসন।
এরপর থেকে বেড়েছে বিমান হামলার মাত্রা। গত ১ সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় ২ হাজার লেবানিজ, আহতের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই।
আরও পড়ুন: