শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আজ ভারত যাচ্ছেন মুইজ্জু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ ১৪:৫১

আপডেট: ৬ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩

শেয়ার

আজ ভারত যাচ্ছেন মুইজ্জু
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ছবি: সংগৃহীত

রোববার ভারত সফরে যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে মুইজ্জু তার দেশের জন্য ভারতের 'বেলআউট' চাইবেন বলে ধারনা করা হচ্ছে। কারণ দ্বীপটি অর্থনৈতিক সংকটে রয়েছে। ঋণখেলাপি হওয়ার সম্ভাবনায় রয়েছে দেশটি।

'বেইল আউট' হল ঋণ বা পুঁজি সংকটের কারণে দেউলিয়া হওয়ার পথে একটি দেশ বা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থার আর্থিক সহায়তা।

গত বছরের শেষ দিকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন এই নেতা।

নির্বাচনী প্রচারে মুইজ্জু তাঁর দেশের ওপর নয়াদিল্লির প্রভাব কমানোর অঙ্গীকার করেছিলেন। তাঁর নির্বাচনী প্রচারের মূল বিষয় ছিল ‘ইন্ডিয়া আউট’ বা ‘ভারত হটাও’ নীতি।

মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মালদ্বীপ যে তার বড় প্রতিবেশী দেশ ভারতকে উপেক্ষা করতে পারে না, তার ইঙ্গিত দিচ্ছে মুইজ্জুর এই সফর।

সেপ্টেম্বরে মালদ্বীপের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ দিয়ে দেড় মাসের আমদানির খরচ মেটানো সম্ভব।

গত মাসে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি’স মালদ্বীপের ক্রেডিট রেটিং (ঋণমান) কমিয়ে দেয়। সংস্থাটি বলে, মালদ্বীপের ঋণখেলাপি হওয়ার ঝুঁকি বাস্তবিক অর্থে বেড়েছে।

ভারত মহাসাগরে অবস্থিত প্রায় ১ হাজার ২০০টি প্রবালদ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। দেশটির জনসংখ্যা প্রায় ৫ লাখ ২০ হাজার।