রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
১০ অগ্রহায়ণ, ১৪৩১
২৩ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ম্যাক্রোঁর আহ্বান অসম্মানজনক; নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ ১৬:০০

আপডেট: ৬ অক্টোবর, ২০২৪ ১৬:০২

শেয়ার

ম্যাক্রোঁর আহ্বান অসম্মানজনক; নেতানিয়াহু
ইমানুয়েল ম্যাক্রোঁ ও বেঞ্জামিন নেতানিয়াহু। কোলাজ: বাংলা এডিশন

গাজায় ব্যবহারের জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বানের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার প্যারিসে এক শীর্ষ সম্মেলনে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় সংঘাত অব্যাহত রাখার বিষয়ে  উদ্বেগ পুনর্ব্যক্ত করেন ম্যাক্রোঁ। এর প্রতিক্রিয়ায় ম্যাক্রোঁ ও অন্যান্য পশ্চিমা নেতাদের উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন, তাদের লজ্জা হওয়া উচিত’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ইন্টার রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা।’

সাক্ষাৎকারে ম্যাক্রোঁ আরও বলেন, ‘ইসরায়েলকে ফ্রান্স কোনও অস্ত্র সরবরাহ করছে না।’ লেবাননে ইসরায়েলের স্থল সেনা অভিযানের সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি। বলেন, ‘লেবানন নতুন গাজা হয়ে উঠতে পারে না।’

ম্যাক্রোঁর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বানকে ‘অপমানজনক’ বলে উল্লেখ করে বলেন, ‘ইসরায়েল তাদের সমর্থন ছাড়াই জিতবে।’

নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে বলেন, ইসরায়েল যখন ইরানের নেতৃত্বে বর্বর শক্তির বিরুদ্ধে লড়াই করছে, তখন সব সভ্য দেশকে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত।

উল্লেখ যে, গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ৪১ হাজার ৮২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে লেবাননসহ মধ্যপ্রাচ্যেও।