চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন দুই মার্কিন বিজ্ঞানী।
সোমবার নোবেল কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য তারা দুজনে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন।
এর আগে গত বছরও চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে দুজন নোবেল পেয়েছিলেন। তারা হলেন- কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান।
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সেই ধারাবাহিকতায় সোমবার প্রথম দিন ঘোষণা করা হলো চিকিৎসায় নোবেল।
এ মাসের ছয় দিন মোট ৬টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে এ পুরস্কার দেওয়া শুরু হয়।
আরও পড়ুন: