শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মধ্যে মেক্সিকান মেয়র খুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ ২০:৪০

আপডেট: ৭ অক্টোবর, ২০২৪ ২০:৪২

শেয়ার

ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মধ্যে মেক্সিকান মেয়র খুন
আলেজান্দ্রো আরকোস। ছবি: সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর চিলপানসিঙ্গো শহরের মেয়র আলেজান্দ্রো আরকোস দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যে খুন হয়েছেন।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার, চিলপানসিঙ্গোতে মৃত অবস্থায় পাওয়া যায় আরকোসকে। মৃত্যুর আগে, তিনি মেয়র ছিলেন মাত্র ছয় দিনের জন্য।

গুয়েরেরোর গভর্নর ইভলিন সালগাদো বলেছেন, নগর প্রশাসনের নতুন সচিব ফ্রান্সিসকো তাপিয়াকে গুলি করে হত্যার তিন দিন পর এবার মেয়র আরকোসকে হত্যা করা হয়েছে।

আরকোসের হত্যাকাণ্ডের বিষয়ে কর্তৃপক্ষ এখনো তদন্ত কিংবা সন্দেহভাজনদের তথ্য প্রকাশ করেনি।

banner close
banner close