শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

লেবাননে ১২০ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ ১২:১১

আপডেট: ৮ অক্টোবর, ২০২৪ ১২:২৯

শেয়ার

লেবাননে ১২০ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
লেবাননে ১২০ স্থানে ইযরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে এক ঘণ্টার ব্যবধানে ১২০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস-হিজবুল্লাহ হামলার প্রথম বার্ষিকী কেন্দ্র করে সোমবার এ হামলা চালায় ইসরায়েল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে  আনাদোলু এজেন্সি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, এসব লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের আঞ্চলিক ইউনিট, ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনী এবং গোয়েন্দা অধিদফতর রয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি শহর হাইফার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে প্রায় ১৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ ও হামাস। হাইফার বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা চালায় সশস্ত্র সংগঠন দুটি।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে হাইফার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়েছিলো।

 

 

banner close
banner close