শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ওসামা বিন লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ ২২:৫১

শেয়ার

ওসামা বিন লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়ার নির্দেশ
ওমর বিন লাদেন। ছবি: সংগৃহীত

আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের চতুর্থ ছেলে ওমর বিন লাদেনকে ফ্রান্স ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক মন্তব্যের জেরে তাঁকে এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটেইলেউ বলেছেন, ফ্রান্স থেকে ওমর বিন লাদেনকে নিষিদ্ধ করার আদেশে স্বাক্ষর করেছেন তিনি।

তিনি আরও বলেন, আল-কায়েদা নেতার ছেলে গত বছর সন্ত্রাসবাদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। এর পরিপ্রেক্ষিতে তাকে ফ্রান্স ছাড়ার আদেশ জারি করেন ওরনের প্রশাসনিক প্রধান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওমর যেনো কোনোভাবেই ফ্রান্সে ফিরতে না পারেন, সেই আদেশে সই করেছেন তিনি। তবে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।

ওমর বিন লাদেন এরই মধ্যে ফ্রান্স ছেড়েছেন কি না, তা এখনো পরিষ্কার নয়।

৪৩ বছর বয়সী ওমর বিন লাদেনের জন্ম সৌদি আরবে। তার শৈশবকাল সেখানেই কেটেছে। এরপর তিনি সুদান ও আফগানিস্তানে ছিলেন। ১৯ বছর বয়সে বাবা ওসামা বিন লাদেনকে ছেড়ে যান তিনি। ছবি আঁকার জন্য তিনি ২০১৬ সাল থেকে উত্তর ফ্রান্সের নরম্যান্ডি এলাকায় বসবাস শুরু করেন।

banner close
banner close