যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের নির্বাচনি সমাবেশস্থলের কাছে আবারও হামলার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়া স্টেটের কোচেলা এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের নির্বাচনি সমাবেশের কাছে ওই ব্যক্তি অবৈধভাবে শটগান ও গুলিভর্তি বন্দুক নিয়ে গিয়েছিলেন। তবে কোনো বিপদ ঘটেনি।
রিভারসাইড কাউন্টির শেরিফ কার্যালয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার তাকে আটক করার খবর জানিয়েছে। সিক্রেট সার্ভিস বলেছে, তারা ওই ব্যক্তিকে আটক করার বিষয়টি জানে।
এর আগে, পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনি সমাবেশে প্রথম গুলির ঘটনা ঘটে। গুলি ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডায় ট্রাম্পের ওপর দ্বিতীয় হামলার চেষ্টা করা হয়। এ নিয়ে তিনবার হামলার চেষ্টা করা হলো।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও মার্কিন অ্যাটর্নি কার্যালয় যৌথ বিবৃতিতে বলেছে, এ ঘটনায় তদন্ত চলছে।
এক বিবৃতিতে শেরিফ কার্যালয় জানিয়েছে, আটক ৪৯ কছর বয়সি ভেম মিলার নেভাদার বাসিন্দা।
দুটি বন্দুক এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন পাওয়ার পরে মিলার অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ বিষয়ে ট্রাম্পের নির্বাচনি প্রচার ক্যাম্পেইন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: