মুম্বাইয়ে তাইওয়ানের কনস্যুলেট অফিস খোলায় ভারতকে সতর্ক করলো চীন।
নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, তাইওয়ানের সাথে যেকোনো দেশের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করে চীন।
১৬ অক্টোবর ভারতে নিজেদের তৃতীয় কন্স্যুলেট অফিস খুলেছে তাইওয়ান সরকার। তাইওয়ানের সরকারি সংবাদ সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি রিপোর্টে জানানো হয়, নয়া দিল্লি চেন্নাইয়েও তাদের দু’টি অফিস আছে।
চীনা মুখপাত্র মাও নিং আরো বলেছেন, এক চীন নীতিতে গুরুত্ব দিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় পক্ষ। চীন ও ভারতের সম্পর্কের ভিত্তি হলো এই নীতি। এই প্রতিশ্রুতিকে মেনে চলতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
তাইওয়ান সংশ্লিষ্ট যেকোনো বিষয় বিচক্ষণতা ও যথাযথভাবে মোকাবেলা করার আহ্বান জানায় চীন।
আরও পড়ুন: