শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

হিজবুল্লাহ’র বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের ৫ সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ১০:২৮

শেয়ার

হিজবুল্লাহ’র বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের ৫ সেনা নিহত
নিহত ৫ ইসরায়েলি সেনা কর্তকর্তা। ছবি: সংগৃহীত

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় নিহত হন তারা। নিহতদের মধ্যে একজন মেজর, একজন ক্যাপ্টেন এবং অন্য তিন জন স্টাফ সার্জেন্ট রয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাতে শুক্রবার (আজ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

নিহত পাঁচ সেনা হলেন, মেজর ওফেক বাচার, ক্যাপ্টেন ইলাদ সিমান টভ, স্টাফ সার্জেন্ট ইলিয়াশিভ ইতান উইডার, স্টাফ সার্জেন্ট ইয়াকভ হিলেল, এবং স্টাফ সার্জেন্ট ইহুদাহ ডর ইয়াহালোম।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ওই লড়াইয়ের সময় একজন অফিসার এবং দুই অতিরিক্ত সেনা গুরুতর আহত হয়েছেন। আহত সেনাদের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযান চলমান রয়েছে। চলতি মাসের শুরুতে লেবাননে এই স্থল অভিযান শুরু করে নেতানিয়াহু প্রশাসন।