শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার জাবালিয়ায় নিহত অন্তত ৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ০৯:১০

শেয়ার

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার জাবালিয়ায় নিহত অন্তত ৩৩
গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছেই। আবারো জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সেনারা। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৩ জনের।

শুক্রবার সন্ধ্যায় জাবালিয়ার বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আহতদেরকে আল-আওদা হাসপাতালে নেয়া হয়েছে। যদিও প্রয়োজনীয় ওষুধ-সরঞ্জামের অভাবে  রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না বলে জানা গেছে। আহতদের ভীড়ে সেখানে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে।

আল-আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মাদ সালহা বলেন, ‘জাবালিয়ায় মারাত্মক হামলায় আহত প্রায় ৭০ জনের চিকিৎসা করা হচ্ছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

প্রায় দুসপ্তাহ ধরে উত্তর গাজার ক্যাম্পটি ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। নিয়মিত অভিযান চালানো হচ্ছে সেখানে। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। গাজার অন্য এলাকাতেও হয়েছে প্রাণঘাতি হামলা।

এদিকে মাঘাজি শরণার্থী শিবিরে বোমাবর্ষণে মৃত্যু হয়েছে ৫ জনের। গাজা সিটিতে ড্রোন হামলায় প্রাণ গেছে ৪ জনের। উত্তর গাজায় প্রায় দুই সপ্তাহ ধরে চলমান স্থল অভিযানে কমপক্ষে সাড়ে চারশ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে।

 

banner close
banner close