শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন এরদোগান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ১০:০৪

শেয়ার

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন এরদোগান
রিসেপ তায়েপ এরদোগান। ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলি আগ্রাসন মোটেও থেমে নেই। উল্টো গাজার উত্তরাঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে ইসরাইল। গাজার এমন দুরবস্থা দেখে আবারো গর্জে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছেন রিসেপ তায়েপ এরদোগান। শুক্রবার আঙ্কারায় এক জরুরি বৈঠকে এ আহ্বান জানান তিনি।

এ সময় তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারেও আহ্বান জানান। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থার ব্যাপারেও আরব লীগকে পরামর্শ দেন।

আরব দেশগুলোর নিষ্ক্রিয়তায় এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। আরব বিশ্বের সামরিক শক্তিধর দেশ মিশর, ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্র হলেও তারা এই আগ্রাসন থামাতে কোনো ভূমিকা নিচ্ছে না। এমনকি এ নিয়ে তারা ইসরাইলকে চাপও দিচ্ছে না। এছাড়া আরেক প্রতিবেশী দেশ জর্ডানও হাতে হাত রেখে বসে আছে।