রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু গাজায় যুদ্ধ বন্ধ করে শান্তি আনার পথ আরও সহজ করেছে।
ডেট্রয়েটে নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের এ কথা বলেন যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট।
গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলে মারাত্মক হামলার পেছনের অন্যতম কারিগর ৬২ বছর বয়সী সিনওয়ার বুধবার দক্ষিণ গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে নিহত হয়েছেন।
সিনওয়ারের মৃত্যু ও গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, 'আমি মনে করি এটি গাজায় যুদ্ধবিরতিকে সহজ করে তুলবে।'
এ সময় ট্রাম্প জানান, তিনি শীঘ্রই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন এবং নেতানিয়াহুকে হামাসের বিরুদ্ধে আরও কঠোর সামরিক অভিযান পরিচালনা থেকে আটকে রাখার অভিযোগে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সমালোচনা করেছেন।
তিনি বলেন "বাইডেন তাকে (নেতানিয়াহু) আটকে রাখার চেষ্টা করছে ... এবং তার সম্ভবত বিপরীত করা উচিত।
প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উভয়েই ইসরায়েলের প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছেন, তবে গাজার মানবিক পরিস্থিতির উন্নতির জন্যও আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: