লেবাননে বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার শুধু রাজধানী বৈরুতেই ১২টি বিমান হামলা চালানো হয়েছে। এদিন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ব্যবহার করা সুড়ঙ্গ ধ্বংসেরও দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এতে ব্যবহার করা হয়েছে ১ লাখ কেজির বেশি বিস্ফোরক।
ইসরায়েলের সামরিক বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, লেবাননে ধ্বংস করা ওই সুড়ঙ্গগুলো হিজবুল্লাহর রাদওয়ান বাহিনী ব্যবহার করত। এ ছাড়া বিস্ফোরক ব্যবহার করে মসজিদ, স্কুল ও বেসামরিক ভবনের ভূগর্ভস্থ কাঠামো ধ্বংস করা হয়েছে।
এদিকে বৈরুতে ১২টি বিমান হামলার পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। দুটি হামলা হয়েছে বৈরুত বিমানবন্দরের কাছে। বিমানবন্দরটি এখনো বেসামরিক উড়োজাহাজ চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছে। অনেক স্থানে হামলা চালানোর আগে স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা দিচ্ছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েল জানিয়েছে, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর অস্ত্রাগার ও গোয়েন্দা কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা কতজন হতাহত হয়েছেন, তা এখনো যাচাই করা হচ্ছে।
আরও পড়ুন: