শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

হামলার পর নেতানিয়াহুর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ১০:৫৮

শেয়ার

হামলার পর নেতানিয়াহুর হুঁশিয়ারি
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

শনিবার তেল আবিব শহরের উত্তরে সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী ও পরিবারের কোনো সদস্য ওই বাসভবনে ছিলেন না। ফলে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এই ড্রোন হামলাকে হত্যাচেষ্টা উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেছেন, ‘এ জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে চড়া মূল্য দিতে হবে।’

নেতানিয়াহু বলেন, ‘ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যারা আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করলো।’

গাজা যুদ্ধের মধ্যেই গত সেপ্টেম্বর থেকে লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। পাল্টা জবাবে হিজবুল্লাহও প্রায়ই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়ছে। এরই মধ্যে নেতানিয়াহুর বাসভবনে হামলাকে গুরুতর নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখছে ইসরায়েল।