শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

রাশিয়া-ওমানের সঙ্গে ইরানের যৌথ সামরিক মহড়া শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ১১:৩৬

শেয়ার

রাশিয়া-ওমানের সঙ্গে ইরানের যৌথ সামরিক মহড়া শুরু
ইরানের যৌথ সামরিক মহড়া শুরু। ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে রাশিয়া ও ওমানের সঙ্গে যৌথ নৌ মহড়া শুরু করেছে ইরান। শনিবার এ মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আর এই মহড়া পর্যবেক্ষণকারী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও থাইল্যান্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই ইরান এই মহড়ার আয়োজন করেছে। এদিকে লেবান ও ইয়েমেনে হামলা জোরদার করেছে ইসরায়েল। ফলে যুদ্ধের পরিধি আরও বাড়তে পারে।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, আইএমইএক্স ২০১৪ নামক এই মহড়ার লক্ষ হলো এই অঞ্চলের সমষ্টিগত নিরাপত্তা বাড়ানো, বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ করা এবং শান্তি, বন্ধুত্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করার সদিচ্ছা এবং সক্ষমতা প্রদর্শন করা।

এই মহড়ায় আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল, সামুদ্রিক পথ রক্ষা, মানবিক পদক্ষেপ বাড়ানো এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের তথ্য বিনিময় করার কৌশল অনুশীলন করা হবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায় রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ইরান।