আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটির জিরিবাম জেলায় মেইতেই এবং কুকি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। হামলা হয়েছে জিরিবাম জেলার একটি থানায়ও।
এছাড়া একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বোমা হামলার ঘটনাও ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা মণিপুরের জিরিবাম জেলার একটি থানায় ব্যাপক গুলিবর্ষণ করে।
পুলিশ সূত্র জানায়, সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা জিরিবাম জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বোরোবেকরা থানায় ভোর সাড়ে ৫টায় গুলি চালাতে শুরু করে।
হামলার পর সামনে আসা ছবিতে থানার দেওয়াল ও দরজায় বুলেটের ছিদ্র দেখা যায়। হামলার সময় একটানা গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। সংশ্লিষ্ঠ সূত্র জানায়, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী চিরুনি অভিযান শুরু করে। এছাড়া একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং অন্তত একটি বোমা হামলার ঘটনাও ঘটেছে।
মণিপুরের পুলিশ প্রধান রাজীব সিং সাংবাদিকদের বলেন, “জিরিবাম জেলাসহ কিছু এলাকায় বিক্ষিপ্ত গোলাগুলি হয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
এদিকে রাজ্যটিতে শান্তি ফেরাতে বিভিন্ন জনগোষ্ঠীর বিধায়কদের নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বৈঠকের আয়োজন করেছে চলতি সপ্তাহে। এরই মধ্যে নতুন করে সংঘাত ছড়াল উত্তর-পূর্বের বিজেপি শাসিত এই রাজ্যে।
আরও পড়ুন: