শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

গাজা অভিযানে প্রায় ৭৪৭ ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪ ১৬:৪০

শেয়ার

গাজা অভিযানে প্রায় ৭৪৭ ইসরায়েলি সেনা নিহত
ছবি: এএফপি

উত্তর গাজায় হামাসের হামলায় ইসরায়েলি বাহিনীর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের ওই সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরার।

গাজা উপত্যকায় এ নিয়ে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৭৪৭ জন ইসরায়েলি সেনা নিহতের পাশাপাশি আহত হয়েছে কমপক্ষে আরও ৪ হাজার ৯৬৯ জন।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাবালিয়ায় বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণের ঘটনায় ৪০১ ব্রিগেডের কমান্ডার কর্ণেল আহসান ডাকসা নিহত হয়েছেন।

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, হত্যা এবং বাস্তুচ্যুতির মাধ্যমে গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি জনসংখ্যাকে ধ্বংসের কারণ হয়ে উঠছে ইসরায়েল। ওই এলাকা ধ্বংসস্তুপে পরিণত করেছে দখলদার বাহিনী।

গাজায় এক বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল। এই সময়ের মধ্যে কমপক্ষে ৪২ হাজার ৬০৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৯ হাজার ৭৯৫ জন।

উল্লেখ্য গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে এক হাজার ১৩৯ জন নিহত হয় এবং দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।