শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

গাজা থেকে ফিরেই আত্মহত্যা করছেন অনেক ইসরায়েলি সেনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ০৯:২৯

শেয়ার

গাজা থেকে ফিরেই আত্মহত্যা করছেন অনেক ইসরায়েলি সেনা
আত্মহত্যা করছেন অনেক ইসরায়েলি সেনা। ছবি: সংগৃহীত

চার সন্তানের বাবা এলিরান মিজরাহি ইসরায়েলের সামরিক বাহিনীর একজন সদস্য ছিলেন। গত বছর হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে তাকে গাজায় পাঠানো হয়। গাজায় যুদ্ধ চললেও সেখান থেকে তাকে ইসরায়েলে ফেরত আনা হয়। কিন্তু তত দিনে একজন পুরো অন্য মানুষে পরিণত হয়ে যান তিনি।

তার পরিবারের ভাষ্য, গাজায় যুদ্ধ করতে গিয়ে এলিরান যা দেখেছিলেন, তাতে মানসিকভাবে বড় আঘাত পান। সেখান থেকে ফেরার পর চরম অবসাদে ভুগছিলেন। এর ফল মোটেও ভালো হয়নি। পুনরায় গাজায় পাঠানোর আগে আত্মহত্যা করেন তিনি।

এলিরানের মা জেনি মিজরাহি বলেন, ‘সে গাজা ছেড়েছিলো, তবে গাজা তাকে ছাড়েনি। সেই অবসাদেই আমার ছেলেটা মারা গেলো।

তবে ইসরায়েলি গণমাধ্যমের এর কিছুটা চিত্র পাওয়া যায়। গাজা যুদ্ধ থেকে ফেরা এক-তৃতীয়াংশ ইসরায়েলি সেনাই মানসিক স্বাস্থ্য–সংক্রান্ত জটিলতায় ভুগছেন। গত আগস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতি মাসে এক হাজারের বেশি আহত সেনাসদস্যকে চিকিৎসার জন্য ফিরিয়ে আনা হচ্ছে। তাদের ৩৫ শতাংশ নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে অভিযোগ করেছেন।

অন্যদিকে ইসরায়েলে বছরে পাঁচ শতাধিক মানুষ আত্মহত্যা করেন। এ ছাড়া ছয় হাজারের বেশি মানুষ আত্মহত্যার চেষ্টা করেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্য অনুসারে, ২০২১ সালে ইসরায়েলি সেনাদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ ছিলো আত্মহত্যা। সে বছরেই অন্তত ১১ জন সেনা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।