শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

দ্রুত লেবানন যুদ্ধের স্থায়ী অবসান চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ১১:৪০

আপডেট: ২২ অক্টোবর, ২০২৪ ১১:৪১

শেয়ার

দ্রুত লেবানন যুদ্ধের স্থায়ী অবসান চায় যুক্তরাষ্ট্র
লেবানন যুদ্ধের স্থায়ী অবসান চায় যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

লেবাননে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের যত দ্রুত সম্ভব স্থায়ী সমাপ্তি চায় যুক্তরাষ্ট্র। সোমবার বৈরুতে লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরির সঙ্গে আলোচনার পর এমন কথা জানান মার্কিন দূত আমোস হকস্টাইন।

লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরির সঙ্গে আলোচনার পর হকস্টাইন ইঙ্গিত দিয়েছেন, এবারের যুদ্ধবিরতির প্রচেষ্টা ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধের পর গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব বাস্তবায়নের ওপর ভিত্তি করে হয়েছে।

হকস্টাইন বলেন, ‘এই যুদ্ধের ইতি টানার ভিত্তি হবে প্রস্তাব-১৭০১। তবে এ সময় এই প্রস্তাব বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইসরায়েলি সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের দূরে সরে যেতে হবে।’

তিনি বলেন, ‘প্রস্তাব-১৭০১ যথাযথ ও স্বচ্ছ প্রয়োগ নিশ্চিত করার জন্য অতিরিক্ত পদক্ষেপ নেয়া প্রয়োজন, যাতে সবাই জানে যে আমরা কোন পথে আছি।’

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধকে চিরতরে শেষ করতে এবং সমৃদ্ধির নবযুগ সূচনা করতে একটি ফর্মুলা খুঁজে বের করতে লেবানন ও ইসরায়েলের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।’

সেপ্টেম্বর মাসে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে প্রায় আড়াই হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহও রয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদফতরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন।

 

banner close
banner close