শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য কমলা, ট্রাম্প বললেন ঈশ্বর পথ দেখাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ১২:১৪

শেয়ার

ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য কমলা, ট্রাম্প বললেন ঈশ্বর পথ দেখাচ্ছেন
কোলাজ: বাংলা এডিশন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের মন জয় করতে শেষ মুহূর্তে জোর প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। উভয় প্রার্থী নিজের ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করে কথা বলেছেন। 

স্থানীয় সময় সোমবার মধ্যপশ্চিমের তিনটি স্টেইটে নির্বাচনী প্রচার চালান কমলা। আর নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প নির্বাচনী প্রচার চালান।

সোমবার ট্রাম্পকে আক্রমণ করে কমলা বলেন, সাবেক প্রেসিডেন্ট ‘গণতন্ত্রের জন্য হুমকি’।

ভোটের দিন যত ঘনিয়ে আসছে কমলা তার প্রতিদ্বন্দ্বীর বয়স ও প্রেসিডেন্টের দায়িত্বপালনে সক্ষম হওয়ার মতো সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে আক্রমণাত্মক কথাবার্তা বলছেন। তিনি মাঝেমধ্যেই ট্রাম্পকে ‘অস্থির’ অথবা ‘মানসিক ভারসাম্যহীন’ বলছেন। ট্রাম্পের ‘মেজাজ’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ট্রাম্পের বয়স ৭৮ বছর।

সোমবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে কমলা বলেন, ‘অনেক, অনেকভাবেই ডোনাল্ড ট্রাম্প একজন গুরুত্বহীন ব্যক্তি। কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে তাঁর পরিণতি ভয়াবহ হবে।’

এদিন নর্থ ক্যারোলাইনায় ক্যাথলিক খ্রিষ্টান ধর্মপ্রচারকদের সঙ্গে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমি এখন বুঝতে পারি, আমি আজ যেখানে ঈশ্বর আমাকে সেখানে পথ দেখিয়ে নিয়ে এসেছেন।’

ট্রাম্প ভোটের প্রচারের শেষ দিকে এসে ক্যাথলিক, খ্রিষ্টান ধর্মপ্রচারক এবং ইহুদিসহ ধর্মে বিশ্বাসী আমেরিকানদের মন জয় করতে চাইছেন।

জনমত জরিপগুলোতে এখনো কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন কমলা।

banner close
banner close