শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

হিজবুল্লাহর রকেট ঢুকে গেল তেল আবিবে, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ১৩:৪৪

শেয়ার

হিজবুল্লাহর রকেট ঢুকে গেল তেল আবিবে, জরুরি অবস্থা জারি
হিজবুল্লাহর রকেট ঢুকে গেল তেল আবিবে। ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

আলজাজিরার খবর অনুযায়ী, ইসরায়েলের তেল আবিব শহরতলির নিরিট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে হিজবুল্লাহ। এর ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়।

লেবাননের হাসবাইয়া এলাকা থেকে আলজাজিরার সাংবাদিক ইমরান খান জানান, ‘তার পেছনের ব্রিজ লাইন থেকে ইসরায়েলের তেল আবিব ও হাইফাতে রকেটের একটি ব্যারেজ ছোড়া হয়েছে। এই প্রথম হিজবুল্লাহ মাঝারি পাল্লার রকেট ব্যবহার করল।’

তিনি জানান, ‘ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের হামলার পরপরই তেল আবিবে সাইরেন বেজে উঠে এবং ইসরায়েলি সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে।’

তিনি আরও জানান, ‘হাইফা ও তেল আবিবের দিকে প্রায় ১২টি মাঝারি পাল্লার রকেট ছোড়া হয়েছে। এত কিছুর পরও যে ইসরায়েলে হামলার সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে তারই জানান দিলো শিয়া সশস্ত্র গোষ্ঠীটি।’

banner close
banner close