যুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনেছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবির। ওয়াশিংটনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে দাখিল করা অভিযোগে একে ‘নগ্ন বিদেশি হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচার চালাতে কিছু ব্রিটিশ স্বেচ্ছাসেবক যুক্তরাষ্ট্রে যাওয়ায় এমন অভিযোগ আনে ট্রাম্পের প্রচারশিবির।
কমলা হ্যারিসের প্রচারশিবিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দলের সদস্যদের বেআইনি অবদান রাখার বিষয়টি তদন্ত করে দেখতে নির্বাচন কমিশনে দাখিল করা অভিযোগে আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে লেবার পার্টির নেতা স্টিভ রিড জানান, ‘কেউ যদি প্রচারণায় অংশ নেন তাহলে সেটি তার ব্যক্তিগত ব্যাপার। এর সাথে লেবার পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই। তারা কি করবে এটি তাদের ওপরই নির্ভর করবে। যুক্তরাজ্যে কিংবা যুক্তরাষ্ট্রেও সেটি আইনের পরিপন্থী নয়।’
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি নাগরিকরাও প্রচারণা চালাতে পারেন। তবে এক্ষেত্রে প্রচারণাকারীদের কোনো ধরনের প্রতিদান দেয়া যাবে না। দেশটির বিগত নির্বাচনে বিদেশিদের প্রচারণায় অংশ নিতে দেখা যায়। ওই নির্বাচনে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি রিপাবলিকান পার্টির হয়ে প্রচারণা চালায়।
আরও পড়ুন: