শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
,

ব্রিকসে যুক্ত হলো আরও ১৩ দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪ ১৩:৩০

শেয়ার

ব্রিকসে যুক্ত হলো আরও ১৩ দেশ
ফাইল ছবি

আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের অংশীদার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে আরও ১৩টি দেশ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।

ব্রিকসে যুক্ত হওয়া দেশগুলো হলো: মালয়েশিয়া, আলজেরিয়া, বেলারুশ, বলিভিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, নাইজেরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিকসের এক্স পোস্টের তথ্য অনুসারে, আঞ্চলিক জোটটি আনুষ্ঠানিকভাবে ১৩টি নতুন দেশকে অংশীদার দেশ হিসেবে যুক্ত করেছে। তবে তারা এখনো পূর্ণ সদস্যের মর্যাদা পায়নি।
 
এর আগে গত ২৮ জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়া আন্তঃসরকারি সংস্থা ব্রিকসে যোগ দেয়ার জন্য রাশিয়ার কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছে তারা।
 
রাশিয়া বর্তমানে এই আঞ্চলিক জোটটির সভাপতিত্ব করছে। জোটের অন্যান্য সদস্যরা হলো- ব্রাজিল, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
 
চলতি বছরের ১৮ জুন আনোয়ার ইব্রাহিম ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে এক বৈঠক করেন। সেসময় তিনি ব্রিকসে যোগদানের জন্য মালয়েশিয়ার অভিপ্রায় নিশ্চিত করেন।
 
উল্লেখ্য, ব্রিকস মূলত  ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন নিয়ে ২০০৯ সালে উদীয়মান অর্থনীতির জন্য একটি সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবে গঠিত হয়। পরে ২০১০ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়। পরে আরও পাঁচ দেশ ব্রিকসে যোগ দেয়। দেশগুলো হলো- সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। আর চলতি বছরে যোগ দিলো আরও ১৩ দেশ। এ নিয়ে স্থায়ী ও অস্থায়ী অংশীদার নিয়ে ব্রিকসের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ এ।