স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা আবারও গুরুত্বের সঙ্গে তুলে ধরলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার কাজান শহরে ব্রিকস সভায় ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের উপস্থিতিতে পুতিন বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ হবে না।
মধ্যপ্রাচ্য পূর্ণ মাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, এক বছর আগে গাজায় শুরু হওয়া সামরিক অভিযান এখন লেবাননে ছড়িয়ে পড়েছে। ফলে এই অঞ্চলের অন্যান্য দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। এটা পুরো মধ্যপ্রাচ্যকে সম্পূর্ণরুপে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।
পুতিন বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার মূল বিষয় হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত দ্বি-রাষ্ট্র ফর্মুলা বাস্তবায়ন করা। এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণ ঐতিহাসিক অবিচার থেকে মুক্তি পাবে।
আরও পড়ুন: