শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ফিলিস্তিন-লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয়: চীনা প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪ ১০:২৫

শেয়ার

ফিলিস্তিন-লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয়: চীনা প্রেসিডেন্ট
শি জিন পিং। ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয় বলে জোর দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ব্রিকস সদস্য দেশগুলোকে শান্তি বজায় রাখতে এবং অভিন্ন নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত বর্ধিত ব্রিকস ব্লক ফরম্যাট সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বৃহস্পতিবার শি জিন পিং বলেন, ‘শান্তির জন্য একটি স্থিতিশীল ফোর্স গঠন করতে এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সমাধানসূত্র অন্বেষণ করতে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।’

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেয়া নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । এখানে চীনা প্রেসিডেন্ট মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান যুদ্ধ শেষ করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

 

banner close
banner close