শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪ ০৯:২২

আপডেট: ২৬ অক্টোবর, ২০২৪ ১১:২৫

শেয়ার

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানে ইসরায়েলের হামলা। ছবি: সংগৃহীত

ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে যে তারা ইরানের সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে হোয়াইট হাউজ বলছে আত্মরক্ষার অংশ হিসেবে ইরানে এই হামলা করেছে ইসরায়েল।

তবে ইরানের কোথায় কোথায় আঘাত করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। এখন পর্যন্ত ইসরায়েল শুধু সামরিক স্থাপনার কথা উল্লেখ করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে তেহরানের দুই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে। যদিও ইরানের গোয়েন্দা কর্মকর্তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন।

তবে তারা বলেছেন এই শব্দ ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কার্যকর করার কারণে হতে পারে।

banner close
banner close