মঙ্গলবার
22:09:53

১৫ এপ্রিল, ২০২৫
১ বৈশাখ, ১৪৩২
১৭ শাওয়াল, ১৪৪৬

ইসরাইলের হামলার পাল্টা জবাব দেবে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪ ১২:০৫

আপডেট: ২৬ অক্টোবর, ২০২৪ ১২:১৯

শেয়ার

ইসরাইলের হামলার পাল্টা জবাব দেবে ইরান
হামলার পাল্টা জবাব দেবে ইরান। ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এবার তেহরান তেল আবিবে পাল্টা জবাব দেয়ার জন্য প্রস্তুত। বিষয়টির সঙ্গে পরিচিত ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ কথা জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, ‘ইরান যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরাইল কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।’

এদিকে তেহরান জানিয়েছে, ইসরায়েল শনিবার ভোরে তাদের সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের বিমান বাহিনী।

স্থানীয় সময় শুক্রবার ভোররাতে ইরানে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরাইলে ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। 

 

banner close
banner close