শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ইসরাইলের হামলায় ৪ সেনা নিহতের কথা জানিয়েছে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ ০৮:২৯

আপডেট: ২৭ অক্টোবর, ২০২৪ ১০:০৭

শেয়ার

ইসরাইলের হামলায় ৪ সেনা নিহতের কথা জানিয়েছে ইরান
ইসরাইলের হামলায় ইরানের ৪ সেনা নিহত। ছবি: সংগৃহীত

ইসরাইলের বিমান হামলায় আরও দুইজন সেনা নিহতের খবর জানিয়েছে ইরান। এ নিয়ে তেল আবিবের প্রতিশোধমূলক হামলায় চারজন ইরানি সেনা নিহতের খবর পাওয়া গেল।

ইরানি সেনাবাহিনীর বরাতে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে দুই সেনা নিহতের খবর নিশ্চিত করেছিলো তেহরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে জানানো হয়, তেলআবিবের হামলায় কেবল ইরানের কয়েকটি রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ইরানের সামরিক বাহিনী দাবি করে, তাদের প্রতিরক্ষা বাহিনীর সঠিক সময়ে হামলা ঠেকাতে সফল হয়েছে। এ কারণেই বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা শনিবার ভোরে তেহরান এবং পশ্চিম ইরানের কাছে ক্ষেপণাস্ত্র কারখানা এবং অন্যান্য স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

জানা গেছে, ইরানের তিনটি প্রদেশে হামলা চালানো হয়েছে। এছাড়া জ্বালানি স্থাপনা ও পারমাণবিক কেন্দ্রে হামলা হয়নি বলেও নিশ্চিত করেছে তেহরান।

 

 

 

 

banner close
banner close