শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মেক্সিকোতে ১৯ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ ০৯:৩৩

আপডেট: ২৭ অক্টোবর, ২০২৪ ১০:০৬

শেয়ার

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মেক্সিকোতে ১৯ জন নিহত
সড়ক দুর্ঘটনায় মেক্সিকোতে ১৯ জন নিহত। ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। স্থানীয় সময় শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ জাকাতেকাসের একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ভোরে হতাহতদের বহনকারী বাসটি ভুট্টা বহনকারী একটি ট্রাক্টর-ট্রেলারের পেছনের অংশের সাথে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। মূলত ট্রাক্টর-ট্রেলারের পেছনের ওই অংশটি আলগা হয়ে গিয়েছিল।

জাকাতেকাস প্রদেশের গভর্নর ডেভিড মনরিয়াল দুর্ঘটনার পরপরই ২৪ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছিলেন। তবে প্রাদেশিক অ্যাটর্নি জেনারেলের কার্যালয় পরে দুর্ঘটনায় নিহতের এই সংখ্যাটি সংশোধন করে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, তারা ট্রাক্টর-ট্রেলারের চালককে গ্রেফতারের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।