মঙ্গলবার

২৯ এপ্রিল, ২০২৫
১৬ বৈশাখ, ১৪৩২
১ জিলক্বদ, ১৪৪৬

ইসরায়েলের অভ্যন্তরে দ্য ইসলামিক রেজিস্ট্যান্সের কয়েক দফা হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ ১৪:৪৫

শেয়ার

ইসরায়েলের অভ্যন্তরে দ্য ইসলামিক রেজিস্ট্যান্সের কয়েক দফা হামলা
ফাইল ছবি

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি ও ইলাটের রেড সি পোর্ট সিটি এলাকায় কয়েক দফা হামলা করেছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামে ইরান-সমর্থিত ইরাকের সশস্ত্র একটি গোষ্ঠী।

রোববার কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।

খবরে বলা হয়, ইরাকের সশস্ত্র গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে যে রোববার সকালে তারা ইসরায়েলের ইলাটের রেড সি পোর্ট সিটি ও অধিকৃত গোলান হাইটসে কয়েক দফা ড্রোন হামলা করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের পূর্বদিক থেকে উড়ে আসা মনুষ্যবিহীন একটি এয়ার ক্রাফ্টকে প্রতিরোধ করেছে। 

সেইসঙ্গে ইসরায়েলের সংবাদমাধ্যম জানায়, হামলার সময় ইসরায়েল অধিকৃত কিডমাট টিসভি বসতি এলাকায় সাইরেনের শব্দ শোনা গেছে।

চলতি বছরের ৭ অক্টোবরের পর ইসরায়েল গাজা ও লেবাননে ব্যাপকহারে হামলা শুরুর পর ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দি ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলে হামলা জোরদার করেছে। এ ছাড়া গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের ওপরও নিয়মিত হামলা করে আসছে।

banner close
banner close